সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। ৭ মার্চ আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে সকাল ৮টা হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে শেখ আব্দুল মান্নান বাবলু ২৪৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুজ্জামান পেয়েছেন ২২৫ ভোট। সহ-সভাপতি পদে মো. আব্দুর রহমান (২) ২৪৬ভোট ও তারেক চন্দ্র রায় ২৩১ ভোট পেয়ে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম বাবু ২৪৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল জলিল পেয়েছেন ১২৯ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ পেয়েছেন ১৯৪ ভোট। সহ-সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন ২৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন পেয়েছেন ১৭২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো: কামরুল ইসলাম ৩৬১ ভোট পেয় জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার মিরান পেয়েছে ৮০ ভোট। কোষাধ্যক্ষ পদে এম শহিদুল ইসলাম ২৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নরেশ মল্লিক পেয়েছেন ২০৪ ভোট। সসদ্য পদে নির্বাচিত হয়েছেন. গোলাম রব্বানী, আব্দুল হাকিম (২), আব্দুস সামাদ, মেহেদী হাসান, বিধান চন্দ্র মন্ডল। ভোট গণনা শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ৪৮৪জন ভোটারের মধ্যে ৪৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে ১৩টি পদের বিপরীতে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, এড. আব্দুস সবুর, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে এড. স ম মোমতাজুর রহমান মামুন, এড. আ ক ম শামছুূদ্দোহা খোকন, এড. এসএম আমজির হোসাইন (রোকন), এড. এসএম আবুল বাশার, এড. ফকরুল আলম বাবু, এড. মোস্তাফিজুর রহমান অনিক, এড. এমএম আব্দুস সালাম।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।