যাকাতভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্ত-মানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে রমাদান ও যাকাতের গুরুত্ব, তাৎপর্য শীর্ষক এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, পবিত্র কুরআনে যেখানে আল্লাহর পক্ষ থেকে নামাজের কথা বলা হয়েছে, সেই সঙ্গে যাকাতের কথাও সেখানে বলা হয়েছে। পবিত্র কুরআনে যাকাত প্রদানের ৮টি খাত রয়েছে। সুতরাং সম্পদশালী ব্যক্তিকে ঈমানদার হতে গেলে অবশ্যই তার সম্পদের যথাযথ হিসাব কিরে নির্ধারিত যাকাত দিতে হবে। যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্ত-মানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।
দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, সহকারি সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।