সাতক্ষীরার সাধারণ মানুষের শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া প্রাণ নাথ দাস ভারত পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সাতক্ষীরার প্রগতি ও গ্রাউস সমিতির নামে শত কোটি টাকা নিয়ে পালানো কুলিয়া ইউনিয়নের প্রাণনাথ দাশ ভারতের বারাসাতে গ্রেফতার হয়েছে। ভারতীয় পত্রিকা ও রেডিও সূত্রে জানা যায় সে অবৈধ পাসপোর্টের দায় ধরা খেয়েছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে শাস্তি দাবি করেছে শত শত ভুক্তভোগী।
প্রাণ নাথের গ্রেপ্তারে ভুক্তভোগী সাতক্ষীরা মর্ডাণ প্রেসের স্বত্বাধিকারী কামরুল ইসলাম বলেন, প্রাণ নাথ সাতক্ষীরা মানুষের শত শত কোটি লোপাট করে ভারতে লুকিয়ে ছিল। গণমাধ্যমে তার গ্রেপ্তারে আমরা স্বস্তি বাংলাদেশে এনে তাকে আইনগতভাবে শাস্তির দাবি করছি। আমাদের লোপাট হওয়া টাকা সরকার হস্তক্ষেপে ফেরত চাই।