বদর দিবসে খুলনায়  সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

বদর দিবসে খুলনায়  সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ  করা হয়েছে।  আজ বৃহস্পতিবার ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এ কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করে ছাত্রশিবির খুলনা মহানগরী। অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরীর সাবেক সভাপতি মুশাররফ আনসারী প্রধান অতিথি হিসাবে সাধারণ শিক্ষার্থীদের হাতে কুরআন তুলে দেন।   শহীদ মুন্সি আব্দুল হালিম মিলনায়তনে মহানগরীর সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আরাফাত হুসাইন মিলন, সাঈদুর রহমান, নুরুল্লাহ,হযরত আলী,সেলিম সহ মহানগর শাখার নেতৃবৃন্দ।
বদরের চেতনায় উজ্জীবিত হয়ে কুরআন প্রেমিক ছাত্রজনতার ত্যাগকে স্মরণ করে ঐতিহাসিক বদর দিবস পালন করে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।