ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করছে বলে অভিযোগ উঠেছে। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবুকে বিজয়ী করার আহবান জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু। শুক্রবার (২৯মার্চ) বিকালে সদরের ডিবি গার্লস হাইস্কুলে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় এ আহবান জানান তিনি।
এদিকে ৩০ মাচ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবেন না’। তিনি বলেন, ‘আমি সংসদ সদস্য, আমি নির্বাচনে প্রভাব বিস্তার করব, আমার একজন থাকবে তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাগ্রস্ত করব- এটা হতে পারবে না। যে উদ্দেশ্যে এই নির্বাচন উন্মুক্ত করা হয়েছে সেই উদ্দেশ্যটা কোনো অবস্থাতেই ব্যাহত করা যাবে না।’সেতুমন্ত্রী শনিবার আওয়ামী লীগের রংপুর বিভাগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৮ মে থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইফতার পার্টি করতে নিষেধ করলেও তৃণমূলে চলছে দেদারসে। রমজান মাস ও ঈদ সামনে রেখে এলাকায় নেতাদের পদচারণায় জমে উঠেছে উপজেলাকেন্দ্রিক রাজনীতি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা এখন অংশ নিচ্ছেন সব অনুষ্ঠানে। প্রতিদিন সকালে বাজারে বাজারে চলছে গণসংযোগ। বিকেলে যাচ্ছেন বিভিন্ন সংগঠন-গোষ্ঠীর ইফতার মাহফিলে। এভাবেই সময় কাটছে প্রার্থীদের। অনেকে পুরো রমজান এমনকি ঈদ পর্যন্ত এলাকার কার্যক্রম ঘিরে ছক এঁকেছেন। ইফতার সামগ্রী বিতরণ, ঈদসামগ্রী বিতরণ, রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়সহ নানান উপলক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন।
এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবেন না’। তিনি বলেন, ‘আমি সংসদ সদস্য, আমি নির্বাচনে প্রভাব বিস্তার করব, আমার একজন থাকবে তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাগ্রস্ত করব- এটা হতে পারবে না। যে উদ্দেশ্যে এই নির্বাচন উন্মুক্ত করা হয়েছে সেই উদ্দেশ্যটা কোনো অবস্থাতেই ব্যাহত করা যাবে না।’সেতুমন্ত্রী শনিবার আওয়ামী লীগের রংপুর বিভাগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।