দেবহাটায় বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ধান ক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্টে গোলাম রসুল (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষক উপজেলার চাঁদপুর গ্রামের আজিজার রহমানের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ও নিহতের চাচা আবুল কাশেম জানান, ইঁদুরের অত্যাচার রক্ষায় বাড়ির পাশের নিজের ধান ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদপাতে গোলাম রসুল। রবিবার ধান ক্ষেতে ফসল দেখতে যায় সে। পরে দীর্ঘ সময় পার হওয়ার পর বাড়িতে না এলে খোঁজাখুজি শুরু করে। এসময় পাশদিয়ে যাওয়ার সময় এক কৃষক তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

Check Also

নিরাপত্তা নিয়ে উদ্বেগ, বাংলাদেশিদের মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতা দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আরও একবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০শে জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।