নিজদেবপুর মানবতা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ হইতে গতকাল ৩০ শে মার্চ রোজ শনিবার সকাল ৯টার সময় ৩৩ টি গরিব অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রাধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাঃ আজিজুল রহমান তিনি বলেন, বর্তমানে যুব সমাজ মাদক ও মোবাইলে ফাঁদে পড়ে ধংশের দাঁড় প্রান্তে। তবে তোমাদেরকে জাহেলিয়াতের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে,আল্লাহর বিধান অনুসারে,ব্যাক্তি জীবন,সমাজ,রাষ্ট্র গঠনে অগ্রামী ভূমিকা পালন করতে হবে। এ সময়
আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ যুব জামাতের সভাপতি, মাঃ আনারুল ইসলাম,তিনি বলেন,সফল মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো মানবতার কল্যাণে কাজ করা।এবং ফাউন্ডেশনের ৬টি ধারার সাথে ৭ম ধারা হিসাবে, মাদক বিরোধী কর্মসূচি পালন কারার পরামর্শ দেন।
মানব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য,মতিউর রহমান বলেন আমরা,সেমাই, চিনি,ডাল,আলু,পেঁয়াজ,রসুন, তৈল,দুধ, চিড়ে,মুড়ি,লুডলস,ইত্যাদি, প্রায় প্রতিটি ব্যাগে ৩থেকে ৪শত টাকার বাজার দেওয়া হয়।
ফাউন্ডেশনের আরেক জন সিনিয়র সদস্য আল আমিন হোসেন বলেন, ঈদ উপলক্ষে গরিব শিশুদের মাঝে পোষাক উপহার বিতারণ করার পরিকল্পনা নিয়ে ফাউন্ডেশন তার সকল সদস্যদের নিয়ে কাজ করছে।
ফাুউন্ডেশনের আরো দুইজন সিনিয়র সদস্য গাজী শাহিনুর রহমান ও মাসুদ রানা যৌথ বিবৃত্তি বলেন,
আমরা ৬টি উদ্দেশ্যকে সামনে রেখে ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছি।
(১)গরিব অসহায় মানুষের সার্বিক সাহায্য সহযোগিতা করা।
(২) রাস্তা ঘাট সংস্কার কারা।
(৩)গরিব ছাত্র ছাত্রীদের বই ও পরিক্ষার সামগ্রী প্রদান করা।
(৪)অসুস্থ রোগীর চিকিৎসা প্রদান করা।
(৫) রক্ত দেওয়া।
(৬)বিভিন্ন দূর্যোগে,ক্ষতি গ্রস্থ পরিবারের পাশে দাড়ানো।আমরা সকল সদস্য ও সহযোগী সদস্যদের ফাউন্ডেশনের পক্ষ থেকে মোবারকবাদ জানায়।
তারা আরো বলেন,
আমাদের ফাউন্ডেশনের যাবতীয় কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, সকলের কাছে, দোয়া ও সার্বিক সহোযোগিতা কামনা করছি।।
Check Also
‘আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনো অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। সেজন্য …