খুলনায় ঐতিহাসিক গ্রানাডা ট্রাজেডি দিবস পালিত

ইসলামের ইতিহাস-ঐতিহ্যের সাথে মিশে আছে ঐতিহাসিক গ্রানাডা দিবস। মুসলমানদেরকে আবারো বিশ্বে শন্তি প্রতিষ্ঠার তরে নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার প্রেরণা দেয়।আজ (১ এপ্রিল) ঐতিহাসিক গ্রানাডা ট্রাজেডি দিবস উপলক্ষ্যে স্থানিয় শহীদ শেখ রহমত আলী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির খুলনা মহানগরী।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সাবেকসভাপতি মুশাররফ আনসারি।মহানগরীর সেক্রেটারি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আরাফাত হুসাইন মিলনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাহাল বিন আ: মতিন, সাইদুর রহমান , ইস্রাফিল হুসাইন ও নুরুল্লাহ সহ মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, মুসলমানরা জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস-ঐতিহ্যে সর্বকালের সেরা জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। কিন্তু ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের জগৎ জোড়া সকল যশ-খ্যাতিকে মাটিতে মিশিয়ে দিতে যুগে যুগে নানামুখী ফন্দি এঁটেছিল। তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়ে চলছে একের পর এক। সে পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছিল অনেক আগেই। গ্রানাডা ট্র্যাজেডি তার একটি উপাখ্যান মাত্র।

মুসলমানদের ওপর গ্রানাডার সে লোমহর্ষক ঘটনার ধারাবহিকতা এখনো ঘটে চলছে পৃথিবীর দিকে দিকে। মুসলমানরা কোন ঘটনা থেকেই শিক্ষা গ্রহন করতে পারেনি। মহান আল্লাহ চেষ্টা ছাড়া কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না। যেখানে বান্দার চেষ্টা শেষ সেখানে আল্লাহর সাহায্য শুরু। নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও অবিরাম লক্ষ্য অর্জনে পথচলার ব্যত্যয় ঘটিয়ে ইসলাম বিরোধীদের আক্রমনের তীব্রতা যেন বেড়েই চলছে। গ্রানাডা ট্র্যাজেডির পুনরাবৃত্তির যাঁতাকলে মুসলমানদের আর কতকাল নিষ্পেষিত হতে হবে? এর উত্তর যেন কারো জানা নেই।

আলোচনার সমাপনীতে মহানগরীর সেক্রেটারি বলেন, ৮৯৮হিজরী তথা ১৪৯৩ সালের ১ এপ্রিল মুসলমানদেরকে যেভাবে ধোঁকা দিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল ঠিক তেমনি আজো বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। মুসলমানরা এগিয়ে গেলে নিঃসন্দেহে একদিন সুদিন ফিরে আসবেই। এখনও সারা বিশ্বের সিংহভাগ সম্পদ ও জনবল মুসলমানদেরই। তাই মুসলমানদের পক্ষেই সব সম্ভব। তিনি আহবান রাখেন এখান থেকে শিক্ষা গ্রহণ-ই হোক আমাদের সামনের এগিয়ে যাওয়ার প্রেরণা যাতে মুসলিম বিদ্বেষীদের রুখে দাড়িঁয়ে আগামীর পথকে সুগম করতে পারি।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।