৭.৪ মাত্রার ভূমিকম্প থেকে কিভাবে রক্ষা পেল তাইওয়ানের ১০১ তলাবিশিষ্ট স্কাইস্ক্র্যাপার!

বুধবার তাইওয়ানে তীব্র শক্তিসম্পন্ন ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হন কমপক্ষে ৯ জন। ক্ষতিগ্রস্ত হয় ৭৭০টি ভবন। দ্বীপরাষ্ট্রটির ন্যাশনাল ফায়ার এজেন্সির (এনএফএ) তথ্য এসব। ভূমিকম্পের উৎসস্থল থেকে ঠিক ৮০ মাইল দূরে রাজধানী তাইপের অনেক ভবন ভয়ানকভাবে কেঁপে ওঠে। সেখানকার ইতিহাসের ২৫ বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কিন্তু দুর্দান্ত এক আধুনিক প্রযুক্তির প্রমাণ ‘তাইপে ১০১’ নামের এক সময়ে বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী বা স্কাইস্ক্র্যাপারের কোনোই ক্ষতি হয়নি।  ফুটেজ থেকে দেখা যায় ১৬৬৭ ফুট উঁচু এই টাওয়ার কম্পনের সময় সামান্য দুলেছে। এর যে গাঠনিক নমনীয়তা তা ভূমিকম্পকে মোকাবিলা করতে সক্ষম। এই ভবনটি বানাতে ব্যবহার করা হয়েছে প্রসারণশীল ইস্পাত

সঙ্গে সংক্রিটের সংকোচনশীল শক্তি। এই দুইয়ের একত্রিত রূপ ভবনটিকে নমনীয়তা দিয়েছে। তাইওয়ানে তীব্র বাতাস প্রবাহিত হয় মাঝে মাঝে। ঘন ঘন ঘূর্ণিঝড় হয়। এসবের বিরুদ্ধে ভবনটি প্রতিরোধী। ভবনটির উপরের দিকে আরও একটি প্রযুক্তি এই ১০১ তলাবিশিষ্ট ভবনকে প্রযুক্তির দিক দিয়ে দিয়েছে অধিক শক্তি। সেটা হলো বিশাল কক্ষপথের মতো ডিভাইস। একে ‘টিউনড ম্যাস ডাম্পার’ হিসেবে অভিহিত করা হয়। ৮৭ এবং ৯২তম তলার মধ্যে ৯২টি শক্ত ক্যাবলের সঙ্গে ঝুলানো এই স্বর্ণালী ‘টিউনড ম্যাস ডাম্পার’। তা যেকোনো দিকে ৫ ফুট পর্যন্ত দুলতে পারে। এর ফলে তা সরলদোলকের মতো কাজ করে। ‘সুপারটল: হাউ দ্য ওয়ার্ল্ডস টলেস্ট বিল্ডিংস আর রিশেপিং আওয়ার সিটিজ এন্ড আওয়ার লাইভস’ বইয়ের লেখক স্টেফান এআই বলেন, এই গোলকটি যেকোনো ভারসাম্য রক্ষা করে। তাইপে ১০১ এর ক্ষেত্রে এর ওজন হলো ৬৬০ টন। এটা দেখে মনে হয়- খুব ভারি এই ‘টিউনড ম্যাস ডাম্পার’। কিন্তু যদি পুরো ভবনের ওজনের সঙ্গে তুলনা করেন তাহলে মনে হবে এর ওজন মাত্র একটি ভগ্নাংশ। যখন ভবনটি দুলতে শুরু করে তখন এই ‘টিউনড ম্যাস ডাম্পার’ টি তার ঠিক উল্টোদিকে সরে যায়। ফলে এক্ষেত্রে ভারসাম্য রক্ষা হয়। তাইপে ১০১ এর ক্ষেত্রে এটি ঝুলিয়ে দেয়া হয়েছে। ফলে যখনই ভবনটি একদিকে দোল খায় তখনই ‘ডাম্পারটি’ বিপরীত দিকে সরে যায়। ফলে বিপরীত গতিশক্তি সৃষ্টি হয়। তখন বলের মধ্যে থাকা হাইড্রোলিক সিলিন্ডার এবং ভবনের মধ্যে সৃষ্ট এই শক্তি তাপশক্তিতে পরিণত হয় এবং তা বাইরে নিঃসরণ হয়। এমন ‘টিউনড ম্যাস ড্যাম্পার’ ব্যবহার করা হয়েছে বিশ্বজুড়ে স্কাইস্ক্র্যাপার তৈরিতে। এটি ব্যবহৃত হয়েছে নিউ ইয়র্কে স্টেইনওয়ে টাওয়ার এবং দুবাইয়ে বুর্জ আল আরবে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।