আশাশুনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার মুরতাজা’র মতবিনিময়

এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবছার মুরতাজা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে আশাশুনি রিপোর্টার্স ক্লাবে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় সভায় সাবেক সংসদ সদস্য মরহুম মাওঃ এ,এম রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আফছার মুরতাজা বলেন, আমি ইতিমধ্যে আমার উপজেলার অলিতে গলিতে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং সকল স্তরের মানুষের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি আসন্ন উপজেলা নির্বাচন যদি গ্রহণযোগ্য পর্যায়ে সরকার নিতে চান, তাহলে অবশ্যই তাকে সুন্দর একটি নির্বাচনী পরিবেশ আগে তৈরি করে দিতে হবে। তিনি বলেন, আমার সাথে নির্বাচনে করতে এসে যদি আমাদের কোন কর্মী বা সমর্থক কোন ধরনের সহিংসতা বা হামলা মামলার শিকার হন তাহলে অবশ্যই আমরা তার পাশে থেকে সহযোগিতা নিশ্চিত করবো। এমময় তার সফর সঙ্গী হিসেবে অধ্যাপক শাহজাহানআলী, আব্দুল হাই, আনিসুর রহমান, আবুবক্কর, ইয়াসির আরাফাত, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দীন, সাংবাদিক বাহবুবুল হাসনাইন বাবুল, আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।