ভোমরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দারিদ্রদের মাঝে চাউল বিতরণ কর্মসূচি পালন-২০২৪

মোঃ আরিফ হোসেন, ভোমরা ইউনিয়ন প্রতিনিধি :- সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাউল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ০৮ ই এপ্রিল ২০২৪ তাং সোমবার সকাল ৯টা থেকে চাউল বিতরণ শুরু হয়।

 

৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইসরাইল গাজীর সভাপতিত্বে ও উদ্বোধনি বক্তব্যে বলেন,প্রত্যেক দারিদ্র মানুষেরা আসন্ন ঈদ যেন ভালোভাবে উপভোগ করতে পারে সেজন্যই এই কর্মসূচি ঈদের পূর্বে সারাদেশ ব্যাপী পালন করা হচ্ছে। তারই ধারাবাহিতায় আজ ৮ এপ্রিল ২০২৪ তাং সোমবার ভোমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বারগণ ও গ্রাম পুলিশসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড থেকে শত শত মানুষের ঢল পরিলক্ষিত হয়।

পুরুষ মেম্বারগণ স্ব স্ব ওয়ার্ডের জনগণের মাঝে নিজেদের উপস্থিতিতে গ্রাম পুলিশদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।