কলারোয়াতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেলাই মেশিন বিতরণ

  1. কলারোয়াতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেলাই মেশিন বিতর

সমাজের খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।

মঙ্গলবার সকালে কলারোয়া বাজারস্থ ফেডারেশনের অস্থায়ী কার্যালয় এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ফেডারেশনের প্রধান উপদেষ্টা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান।
সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরায়রা সহ উপজেলা দর্জি ট্রেড ইউনিয়নে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি মাওলানা কামরুজ্জামান বলেন- এদেশের সকল স্তরের শ্রমজীবী মানুষেরা আজ অবহেলিত এবং মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে আমরা মানবতার পাশে দাঁড়িয়ে জনগণের উন্নয়নের মধ্য দিয়েই এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। শ্রমিক কল্যাণ ফেডারেশন তারই ধারাবাহিকতায় সমাজ সংস্কার ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয় বৃদ্ধিকারী উপকরণ হিসেবে এ সেলাই মেশিন তাদের পরিবারের কিছুটা হলেও আর্থিক সচ্ছলতা ফিরে আসবে বলে আমরা আশা করি।
সেবা গ্রহীতার মধ্যে ছিলেন সালমা খাতুন, আব্দুল গনি, জাহিদুর রহমান, জিয়াউর রহমান, সুমাইয়া আক্তার, সীমা খাতুন, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।