আনিছুর রহমাব : সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন এর ব্রহ্মরাজপুর বাজার সংলগ্ন গাজী বাড়ি জামে মসজিদ আজ ১২-০৪-২৪ইং তারিখে জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে উদ্বোধন হয়, পাশ্ববর্তী এবং দূর দুরন্ত হতে নতুন মসজিদে নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। মসজিদে জায়গা সংকটের কারনে রাস্তায় দাড়িয়েও নামাজ আদায় করেন মুসল্লীবৃন্দ। জমি দানকারী জি এম তুহিন, বিশিষ্ট ব্যবসায়ীর অনুষ্ঠান পরিচালনা করেন, তিনি ৮ থেকে ১২ বছর পর্যন্ত শিশুরা ১ মাস, (৩০) দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে পারলে ৫ জনের নতুন বাই সাইকেল দেওয়ার পতিশ্রুতি দেন, বক্তব্য প্রদান করেন ডি,বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক, জনাব মোঃ মমিনুর রহমান মুকুল, ব্যাবসায়ী জনাব শেখ আব্দুল আহাদ, বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আ: গফ্ফার সেক্রেটারি আনিছুর রহমান মোঃ হোলাম রব্বানি প্রমুখ, খুতবা, নামাজ আদায় ও দোয়া পরিচালনা করেন নুতন মসজিদের নিযুক্ত ইমাম হাঃ মাওঃ মোঃ আল আমিন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …