জাহাজে আটক ভারতীয়দের সঙ্গে কূটনীতিকদের দেখা করার অনুমতি দেবে ইরান

 এএনআই : ইরান ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের সাম্প্রতিক সংঘাত যাতে যুদ্ধের রূপ না নেয়, সে বিষয়ে জোর দিয়েছেন তিনি। সেই আলোচনার পরই গতকাল সোমবার ইরান জানিয়ে দেয়, তাদের হাতে আটক পণ্যবাহী জাহাজের ভারতীয় নাবিক ও কর্মীদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে নয়াদিল্লিকে। ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত ওই পণ্যবাহী জাহাজ পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে গত শনিবার থেকে ইরানি হেফাজতে রয়েছে। ওই জাহাজের মোট ২৫ জন নাবিক ও কর্মীর মধ্যে ১৭ জনই ভারতীয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচারিত এক বিবৃতিতে আজ বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ভারতীয় নাবিকদের বিষয়ে উদ্বিগ্ন। তাঁদের জন্য ইরানের কাছে সহায়তা চেয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তাঁকে (জয়শঙ্কর) জানিয়েছেন, আপাতত তাঁরা আটক জাহাজটির বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর করছেন। উপযুক্ত তদন্ত শেষ না হলে জাহাজ ও বন্দীদের ছাড়া সম্ভব নয়। তবে ভারতীয় নাবিক ও কর্মীদের সঙ্গে জাহাজে গিয়ে ভারতীয় কূটনীতিকেরা শিগগির যাতে কথা বলতে পারেন, সেই ব্যবস্থা করা সম্ভবপর হতে পারে। ‘এমএসসি এরিজ’ নামে ওই জাহাজ লন্ডনের জোডিয়াক গোষ্ঠীর বলে এপি জানিয়েছে। ইসরাইলি ধনকুবের ইয়াল অফার ওই জোডিয়াক গোষ্ঠীর মালিক। ইরান তাই জাহাজ ও এর মালিকের সঙ্গে ইসরাইলের যোগসূত্র খুঁজে দেখতে চাইছে। গত শনিবার ইরান ওই জাহাজ আটক করে। পরদিন ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পশ্চিম এশিয়ায় তৈরি এই নতুন জটিলতা ভারতকে খুবই উদ্বেগের মধ্যে রেখেছে। ইসরাইল ও ইরানÍ দুই দেশই ভারতের মিত্র। সাম্প্রতিক এই সংঘাতে তাই দুই দেশের মধ্যে কোনো একটিকে পছন্দ করা ভারতের পক্ষে সম্ভবপর নয়। আবার এই সংঘাত দীর্ঘদিন চললে অথবা যুদ্ধের রূপ নিলে ভারতের পক্ষে তা নানা কারণে ক্ষতিকর। সেই কারণে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গত রোববার রাতে দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে উত্তেজনা প্রশমনের ওপর জোর দেন।

জয়শঙ্কর গত রোববার রাতে প্রথম ফোনটি করেন আমির আবদুল্লাহিয়ানকে। আটক জাহাজের ভারতীয় নাবিকদের মুক্তিদানের অনুরোধ করেন। ‘এক্স’ হ্যান্ডেলে নিজেই সে কথা জানিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তাঁকে বলেছেন, উত্তেজনা কমিয়ে, সংযত হয়ে কূটনৈতিক আলোচনায় ফিরে আসা প্রয়োজন। ওই ফোনের পরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আসে গতকাল সোমবার সকালে। সূত্র অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বলেছেন, তাঁরা চান ভারত জাতিসংঘে গাজা যুদ্ধ বন্ধের পক্ষে সক্রিয় ভূমিকা নিক।

Please follow and like us:

Check Also

খুলনায় ছাত্রশিবিরের পক্ষ থেকে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ

খুলনায় প্রখর তাপদাহে ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে  পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।