ধুলিহরে মোটরসাইকেলের ধাক্কায় ১ শিশু নিহত  

জাহিদুল বাসার (জাহিদ) ব্রহ্মরাজপুর রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় ২২ এপ্রিল সোমবার দুপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ১ শিশু মারাত্মক জখম হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে আরও উন্নত চিকিৎসার জন্য খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, সুপারীঘাটার রফিকুল ইসলামের পুত্র ওসমান (৫) কে সোমবার দুপুর আনুমানিক আড়াই টার সময় ধুলিহর গ্রামের গফফারের পুত্র সাজ্জাদুর রহমান( ২২)এর দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মাথায় মারাত্মক জখম হয়।স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং দ্রুতগামী মোটরসাইকেল ( সাতক্ষীরা হ ১৫-০২৯০)সহ চালক সাজ্জাদুর রহমানকে ধরে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীতে সোপর্দ করে। ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই ইসমাইল হোসেন জানান- আটককৃত সাজ্জাদুর রহমানকে মোটরসাইকেলসহ সদর থানায় সোপর্দ করেছি।রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে এব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

Check Also

সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসবে সাম্যের সুর

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবিতা পরিষদ, সাতক্ষীরার আয়োজনে ২০ ডিসেম্বর সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।