শ্যামনগরে পানি, স্যালাইন ও তরমুজ বিতরণ জামায়াতের

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও তরমুজ বিতরণ করেছে শ্যামনগর উপজেলা জামায়াত।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সদরের চার রাস্তার মোড়ে পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও তরমুজ বিতরণ করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমান এ কার্যক্রমের নেতৃত্ব দেন। এ সময় নিজেও পানি, খাবার স্যালাইন ও তরমুজ বিতরণ করেন।

জামায়াতের এই আয়োজনে প্রায় সহস্রাধিক মানুষের মাঝে পানি, খাবার স্যালাইন ও তরমুজ বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইদি হাসান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আবদুস সামাদ, পৌর জামায়াতের আমীর হারুন উর রশীদ, পৌর সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মোক্তার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।