সাতক্ষীরা সদরের আগরদাঁড়ীতে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্র নিহত

স্টাফ রিপোর্টার: সদর উপজেলার আগরদাড়ী মাদ্রাসা সংলগ্ন এলাকায় কাঠবোঝাই ট্রলির তলায় পড়ে পিতা-পুত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে আগরদাড়ী মহিলা মাদ্রাসা ও কামিল মাদ্রাসার মধ্যবর্তী স্থানে কাঠবোঝাই ট্রলির সামনের চাকা ব্লাস্ট হলে এ দূর্ঘটনা ঘটে। ট্রলি চালকের নাম আসাদুল ইসলাম। সে তলুইগাছা এলাকার নূরুল আমিনের ছেলে। নিহতদের বাড়ী উপজেলার বৈকারী এলাকায়। নিহত ওই পিতার নাম শামসুর রহমান(৫৫) ও পুত্রের নাম আব্দুর রহমান(২৮)। তারা বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমানের ভগ্নিপতি ও ভাগনে। স্থানীয়রা জানান, তহশিলদার পিতা শামসুর রহমান ঢাকার সাভারে কর্মরত। ছুটিতে বাড়ি ফেরায় তাকে সাতক্ষীরা থেকে নিয়ে আসার জন্য ছেলে আব্দুর রহমান গিয়েছিলেন। পিতাকে নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রহমান। আগরদাড়ী মাদ্রাসার সংলগ্ন স্থানে এলে কাঠবোঝাই ট্রলির সামনের চাকা ব্লাস্ট হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলে থাকা পিতা-পুত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এদিকে, ঘটনার পরপরই সংবাদ পেয়ে সদর থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা হবে।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।