প্রভাষক মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা) সাতক্ষীরার কালীগঞ্জে ভ্রাম্যমান আদলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজহার আলী অভিযান চালিয়ে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো ৪০০ কেজি আমবাজারজাত করার প্রস্তুত কালে জব্দ করেছে।
শনিবার ২৭শে এপ্রিল সকালে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারেরমনসুর আলীর পুত্র আম ব্যবসায়ী আজিজুল ইসলামের গুদাম থেকে এ আম জব্দ করা হয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ম্যাজিস্ট্রেটের উপস্থিতি জানতে পেরে আজিজুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষাক্ত কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম পাকিয়ে বাজারজাত করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি অফিসার অসীম উদ্দিন সহ এলাকার প্রতিনিধিদের সাথে নিয়ে প্রায় ৪০০ কেজি আম জব্দ করা হয়। এই বাজারের অসাধু ব্যবসায়ী আজিজুল ইসলামসহ অনেকে এমন অপরিপক্ক আম বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করেন বলে এলাকাবাসী জানান
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জন পতিনিধি গণমাধ্যম কর্মীদেরসম্মুখে গাড়ির চাকার নিচে দিয়ে আম গুলো করা হয়।