দেবহাটা প্রতিনিধি :-দেবহাটায় ৪ ইউনিয়ন ব্যাপি পিপাসার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেছে জামায়াত।
বুধবার (১ মে) সকালে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, দেবহাটা, ইউনিয়নে জামায়াতের উদ্যোগে বেশ কয়েকটি স্পটে এ কর্মসূচি পালন করা হয় । এসময় সাধারন মানুষ, সিএনজি, অটোরিক্সা,বাস,মিনিবাস,ইজিবাইক,ট্রাক,সাইকেল,মোটরসাইকেলের চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ১০০০ লিটার শরবত ও ১২০০ পিছ বোতলজাত পানি বিতরণ করে দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাও: ওলিউল রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মো: মহিউদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাও: ইমদাদুল হক, কুলিয়া ইউনিয়ন আমীর মাও: আনারুল ইসলাম,সেক্রেটারি আব্দুল মান্নান,কোষাধ্যক্ষ সাদিকুর রহমান, পারুলিয়া ইউনিয়ন আমীর আবু ইউসুফ, সেক্রেটারি আল আমিন হুসাইন,সখিপুর ইউনিয়ন সভাপতি মো: ইয়াকুব আলী, সেক্রেটারি মো: আফছার আলী,দেবহাটা ইউনিয়ন সভাপতি মো: আবুল হোসেন, সেক্রেটারি মো: আ: রাজ্জাক প্রমুখ।
উপজেলা জামায়াতের আমীর ওলিউল রহমান বলেন, সারাদেশে গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ চলছে। এসময় মানবিক দৃষ্টিকোন ও সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে পিপাসার্ত মানুষের পাশে দাড়ানোর উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যানে কাজ করে থাকে। দূর্যোগ, অসহায় ও আত্নমানবতার সেবায় জামায়াত কর্মীরা সদা ততপর। বর্তমান চলমান প্রচন্ড খরতাপে মানুষ খুব কষ্ট পাচ্ছে। তাই জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলার কর্মীরা এই দূর্যোগে মানুষের পাশে থেকে বিশুদ্ধ পানি, শরবত বিতরন করছে।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …