দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির মিটিং

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে রাইটু গ্রো প্রোজেক্ট এবং সুশীলনের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সাখওয়াত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ নাজমুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোখলেসুর রহমান মোখলেস, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমাতুল্লাহ গাজী আসমান, উত্তরণের প্রজেক্ট ম্যানেজার আব্দুস সত্তার প্রমুখ।
ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের প্রোগ্রামার ম্যানেজার তানজিমা আক্তারের সঞ্চলনায় মুলপ্রবন্ধ নিয়ে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, সদস্য আজিজুল হক আরিফ ও দিপঙ্কর বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, আশার আলো সংস্থার হুমায়ুন কবির, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, সুশীলনের সিডিও মিজানুর রহমান, জুনিয়র সিডিও পিন্টু মন্ডল, ইউনিয়ন ফ্যাসিলিটেটর জয় কুমার ঘোষ, কমিউনিটি সাপোর্ট গ্রæপের সালাউদ্দীন আহম্মেদ সহ বিভিন্ন পর্যয়ের সদস্যরা।
এসময় সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুর অপুষ্টি দূরীকরণ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। এছাড়া শিশুদের মায়েদের সচেতন করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত পুষ্টিকর খাবার প্রদান করার পরামর্শ প্রদান করেন বক্তরা।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।