,,নিজস্ব প্রতিনিধি: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম জিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট শেষ হয় বিকেল ৪টায়।
বিজয়ী প্রার্থী সাতক্ষীরা জেলা সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১হাজার ৪৯০। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩৫৩ ভোট। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট। মোট ভোট পড়েছে শতকরা ৭৩ ভাগ। বাতিল হয়েছে ৩৮৮ ভোট।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুর রউফের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট শেষ হয় বিকেল ৪টায়।
বিজয়ী প্রার্থী সাতক্ষীরা জেলা সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১হাজার ৪৯০। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩৫৩ ভোট। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট। মোট ভোট পড়েছে শতকরা ৭৩ ভাগ। বাতিল হয়েছে ৩৮৮ ভোট।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুর রউফের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা সদর উপজেলার ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ (ঘোড়া প্রতিক) নিয়ে সব কেন্দ্রের ভোট গননার পরে, তার নিটকতম প্রতিদ্বন্দ্বী (আওয়ামী লীগ) সমর্থীত প্রার্থী জিয়াউল ইসলাম জিয়া থেকে ৪০০০ ভোটে এগিয়ে আছেন।
সর্বশেষ খবর অনুযায়ী ঘোড়া প্রতিকের (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ বেসরকারি ভাবে বিজয় লাভ করেছেন।