রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ জন নিহত

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের এক মেয়ে শিশু। পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য সে।

পরিবারটির একজন প্রতিবেশী কাতারভিত্তিক সংবাদমাধ্যমটিকে  জানান, হামলায় বাড়িতে থাকা পরিবারের ৯ সদস্য মারা গেছেন। তিনি শুধু পরিবারটির এক মেয়ে শিশুকে ব্যালকনি থেকে বের করে আনতে পেরেছেন। এতে ওই শিশুর প্রাণ বাঁচে।

রোববার রাফায় কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন। এছাড়া গাজা নগরীতে ইসরাইলি হামলায় আরও সাতজনের প্রাণ গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাফায় অন্তত তিনটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অনেকেই।

হামাস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো বলছে, নিহতের সংখ্যা ১৫। গাজা নগরীতেও দুটি বাড়িতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।