সাতক্ষীরা বিসিক মোড়ে সার্জেন্ট অনিমেষের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শেখ আল জাবীর: (নগরঘাটা ইউনিয়ন প্রতিনিধি) সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকায় ট্রাফিক সার্জেন্ট অনিমেষর বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসাদ আচরণের অভিযোগ উঠেছে। আজ ২৯শে এপ্রিল (সোমবার) স্থানীয় সময় সকাল ১১:০০ টা নাগাদ সাংবাদিক মোহাম্মদ সাইদুজ্জামান শুভ ও তার সাথে থাকা দৈনিক সাতক্ষীরা চিত্র নগরঘাটা ইউনিয়ন প্রতিনিধি আল জাবীর রাহী নবোদ্যম ফাউন্ডেশনের উদ্যোগে গরমে অসহায় তৃষ্ণার্ত মানুষের মধ্যে বিনামূল্যের শরবত বিতরণ কার্যক্রম করার জন্য সাতক্ষীরা উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের গাড়িটি বিসিক শিল্প নগরী এলাকায় গেলে ট্রাফিক পুলিশ কনস্টেবল চৈতন্য বাজে ভাবে গালাগালি করে গাড়ি থেকে চাবি কেড়ে নেই। অতঃপর গাড়ির চাবিটি ট্রাফিক সার্জেন্ট অনিমেষের কাছে তুলে দেয় । সাংবাদিক মোহাম্মদ সাইদুজ্জামান শুভ তার কাছে গেলে তাকে বাজে গালাগালি করে এবং বলে আমি সাংবাদিক মানি না। আমাদের যে মাল পানি দিবে সে আমাদের কাছে ভালো। আপনার পকেটে কি টাকা টোকা আছে থাকলে দেন গরমে মজো খায়। এভাবে ট্রাফিক সার্জেন্ট অনিমেষ তাকে বিভিন্নভাবে অপদস্ত করতে থাকে। এ বিষয়ে সাতক্ষীরা ট্রাফিক পুলিশের ট্রাফিক সার্জেন্ট অনিমেষ এর কাছে জানতে চাইলে তিনি  কেথা বলতে চাননি।

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।