নির্বাচন সুষ্ঠু করতে যাহা কিছু করার প্রয়োজন তাই করা হবে: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার

শাহ জাহান আলী মিটন,  সাতক্ষীরা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন সব দলের কাছে গ্রহন যোগ্য করতে জীবন বাজি রেখে কাজ করছি। নির্বাচনে কোনো ধরেনের অনিয়ম সহ্য করা হবেনা। তিনি বলেন, যদি কোনো ভোটার ভোট দিয়ে বেরিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করা হয় মা কেমন ভোট দিলেন, বলবে বাবা আমার ভোটটা আমি দিয়েছি। তাহলে একশোতে একশো। আর যদি বলে বাবা আমার ভোটটা কে যেন দিয়ে দিছে তাহলে একশোতে জিরো। এমন কোনো ঘটনা ঘটলে ওই কেন্দ্রে ভোট বন্ধ করা হবে। ওই পিপ্রজাইডিং অফিসারকে চাকরিচ্যুত করা হবে, জেলে পাঠানো হবে। সব দলকে নির্বাচনে আনার বিষয়ে প্রকাশ্যে গোপনে চেষ্টা করা হয়েছে। এরপরও কেউ নির্বাচনে না এলে আমাদের কিছু করার থাকেনা। তিনি বলেন নির্বাচন এমন সুষ্ঠু করা হচ্ছে তারা পরে কপাল চাপড়াচ্ছে। তারা বুঝতে পারেছে নির্বাচনে না এসে তারা ভুল করছে। তিনি নির্বাচন কমিশনের অধিনে সকলকে নির্ভয়ে নির্বাচনে আসার আহবান জানান। মঙ্গলবার (৩০ এপ্রিল)  তপ্ত দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ দুই উপজেলায় প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। মঙ্গলবার  সকাল থেকে জেলা সাতক্ষীরা  প্রশাসকের সম্মেলন কক্ষে টানা আড়াই ঘন্টা এ সভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহাঃ মতিউর রহমান সিদ্দিকী, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম সহ জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টকর্মকর্তা ও প্রতিদ্বন্দি¦ প্রার্থীগণ উপস্থিত ছিলেন। সেখানে তিনি নির্বাচন প্রভাব, সহিংসতামুক্ত ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য করতে নানা নির্দেশনা দেন। তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় পেশী শক্তি দিয়ে গুন্ডাপান্ডা দিয়ে কেন্দ্র দখল হয়ে যায় এমন ঘটনা ঘটলে কেন্দ্রে ভোটবন্ধ। পরে একটা একটা করে ভোট নেয়া হবে। প্রথম ধাপ ও পরবর্তী ধাপগুলোতে নির্বাচনগুলি শান্তিপূর্ণ করতে আমরা কাজ করে যাচ্ছি। প্রার্থীদের বলেছি, কেউ নির্বাচনী আচরণবিধি ভাঙলে এমন তথ্য প্রমাণ ভিডিওসহ রিটানিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেন তারা ব্যবস্থা না নিলে আমাকে বলেন আমি দেখবো।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।