আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে ১লা মে-২৪ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১লা মে বুধবার) সকাল ১০টায় হাড়িভাঙ্গা বাজারে র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এক আলোচনা সভায় মিলিতো হয়। আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মোঃ মাছুম বিল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর উপদেষ্টা মাওঃ নুরুল আবছার মুরতাজা। তিনি বলেন- শ্রমিকদের বন্ধু স্বয়ং মহান আল্লাহ তায়ালা। ইসলামে শ্রমিকের মর্যাদা অপরিসীম। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করতে হবে। তিনি সকল ক্ষেত্র শ্রমিকের নায্য মজুরি প্রদানের দাবী জানান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …