স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ও গাজায় নির্বিচারে সাধারণ মানুষ ও শিশু হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৩ বৈশাখ সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয় এ কর্মসূচি।

পরে সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একর্মসূচি পালিত হয়। ছাত্ররা শ্লোগানে শ্লোগানে ইজরাইল কতৃক ফিলিস্তিনি বেসামরিক জনতার উপর সামরিক বর্বরতা, নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদ জানায়।

তারা স্বাধীন ফিলিস্তিনের দাবি জানান। একই সাথে ফিলিস্তিনে নিষ্ঠুর বর্বরতার প্রতিবাদ করায় আমেরিকার শিক্ষার্থীদের উপর নেয়া শাস্তিমুলক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মার্কিন সরকারের প্রতি আহবান জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, তৌকির আহমেদ, মাসুদ রানা, মেহেদী হাসান, ইব্রাহিম মির্জা, তোকির হাসান প্রমুখ।

ছাত্ররা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগ্রামী জনতার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করে। একই সাথে সমর্থনসূচক প্ল্যাকার্ড তুলে ধরে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।