জেলা ট্রাক, ট্যাংকলরী, দাহ্য পদার্থ বহনকারী ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ১৪ বছরের হালচাল

*নেই আয়-ব্যায়ের হিসাব, ইউনিয়নের জমি বিক্রয়ের পায়তারা, *ইউনিয়নের ৪ টি ট্রাক গায়েব, *পৈতৃক সম্পত্তির মত ইউনিয়নের সম্পদ ব্যবহারে শ্রমিক অসন্তোষ, *সাধারণ সভা ছাড়াই দু’ব্যক্তির ইশারায় চলে ট্রাক শ্রমিক ইউনিয়ন

স্টাফ রিপোর্টার: অবিশ্বাস্য হলেও সত্য, অদৃশ্য শক্তিবলে নির্বাচন ছাড়াই ১৪ বছর যাবৎ সভাপতি ও সম্পাদক দখলে রেখেছে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। রবিবার এ বিষয়ে সাধারণ শ্রমিকরা একজোট হয়ে জানার জন্য ইউনিয়নে উপস্থিত হলে সভাপতি না আসার দোহাই দিয়ে সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু তাদের শান্ত রাখার চেষ্টা করে নিজের চেয়ার রক্ষা করেন।অনুসন্ধানে জানা যায়, জেলা শহরের প্রাণকেন্দ্র নারকেলতলায় অবস্থিত ‘সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরী, দাহ্য পদার্থ বহনকারী ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন’ (রেজি নং-খুলনা: ৭৬৪) টির কার্যকরী কমিটি গঠনের সর্বশেষ নির্বাচন কবে হয়েছিল তা মনে নেই অনেক সদস্যের। তথ্য মতে এ ইউনিয়নে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১১ সালের প্রথম দিকে। সেই ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছিলেন আব্দুর রকিব ও সাধারণ সম্পাদক হয়েছিলেন আব্দুল কাদের কাদু। কিন্তু তাদের মেয়াদ শেষ হলে চেয়ার দখলে রাখতে নির্বাচন না দিয়ে অবৈধভাবে পরবর্তী তিনবছর পদে থেকে যান রাকিব-কাদু পরিষদ। এরপর আর কোন নির্বাচন এ ইউনিয়নে হয়নি। পরবর্তীতে অদৃশ্য ক্ষমতাবলে ‘সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরী, দাহ্য পদার্থ বহনকারী ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের গুরত্বপূর্ণ এ পদের চেয়ারে বসেন এমএ খালেক-আব্দুল কাদের কাদু পরিষদ। সেই থেকে শুরু। আজ অবধি সেই খালেক-কাদু সুপারগ্লু আঠা লাগিয়ে বসে আছে সভাপতি-সম্পাদকের চেয়ারে। এখন এ ইউনিয়নটি তাদের পৈতৃক সম্পত্তিতে পরিনত হয়েছে। গত ১৪ বছরে কোন সাধারণ সভা হয়নি এ ইউনিয়নে। ফলে প্রায় ২৫ শত শ্রমিকের ভবিষ্যত হয়ে গেছে সস্তা বেগুনের মত। সর্বশেষ নির্বাচিত তৎকালীন সভাপতি আব্দুর রকিবকে এই কমিটিতে সহ সভাপতি করে রাখা হলেও তার কোন কথাই চলেনা এখানে। মিটিং-সিটিং ছাড়াই সবকিছু করেন এমএ খালেক ও আব্দুল কাদের কাদু। এ দু’ব্যক্তির ইচ্ছাতেই চলমান আছে নামে মাত্র থাকা এ ইউনিয়নের সকল কর্মকান্ড। গত ১৪ বছরের কোন হিসেব তো নেই ই বরং কৌশলে খেয়ে ফেলা হয়েছে ইউনিয়নের নিজস্ব সম্পদ ‘সাতক্ষীরা-ট-১১-০-২০০, সাতক্ষীরা-ট-১১-০-২৫০, সাতক্ষীরা- ট-১১-০-৪৪৫ ও সাতক্ষীরা-ট-১১-০-৪৪৬ নাম্বারের ৪ টি ট্রাক। সম্প্রতি জেলা ট্রাক, ট্যাংকলরী, দাহ্য পদার্থ বহনকারী ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন’ (রেজি নং- খুলনা: ৭৬৪) এর সম্পত্তি খেজুরডাঙ্গাস্থ বাইপাস রোডে থাকা ৮ শতক জমি বিক্রয়ের গোপন খবর প্রকাশ্য হলে শ্রমিকদের মধ্যে বড় ধরনের অসন্তোষ দেখা দেয়। এতে করে সাধারণ শ্রমিক ও অবৈধভাবে চেয়ার দখলকারীদের মধ্যে যে কোন সময় বাধতে পারে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ। সাধারণ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অবৈধভাবে দখলে রাখা এমএ খালেক ও আব্দুল কাদের কাদু ব্যক্তি ক্ষমতাবলে যা ইচ্ছে তাই করেন। তাদের ক্ষমতার দাপটে কেউ কিছু বলার সাহস রাখেনা। এ ইউনিয়নের কোন সদস্য মৃত্যুবরণ করলে তাদের অসহায় পরিবারকে এককালীন দেয়া হতো ২০ হাজার টাকা। অথচ, সেই ২০১১ সাল থেকে কাউকে একটা টাকাও দেয়া হয়নি। বিভিন্ন অজুহাতে পাশ কাটিয়ে সেই মৃত শ্রমিকের টাকা খেয়ে ফেলেন অবৈধভাবে দখলে রাখা কথিত সভাপতি ও সম্পাদক। তাছাড়া, এই কমিটির একজন কার্যকরী সদস্য শামীম হোসেন সৌদি আরবে দীর্ঘকাল অবস্থান করলেও তার ভাতার টাকা কে বা কার খাচ্ছে সে বিষয়েও কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে, শামীমের পরিবারকে কোন টাকা দেয়া হয়না। এভাবে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন অবৈধ ও অগঠনতান্ত্রিকভাবে ক্ষমতায় আসা কমিটি। চলমান পরিস্থিতিতে শ্রমিকরা কি চায়? এমন প্রশ্নের জবাবে তারা জানান, অবিলম্বে সাধারণ সভা দিতে হবে। সাধারণ সভার মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষনা করতে হবে। ইউনিয়নের সকল আয়-ব্যয়ের হিসেব দিতে হবে। ইউনিয়নের নামে থাকা জমি বিক্রয় বন্ধ করতে হবে। ইউনিয়নের যে ৪ টি ট্রাক ছিল তার হিসেবসহ সে সময়কার আয়-ব্যয়ের হিসেব দিতে হবে। কার্যকরী কমিটির সদস্য শামীম সৌদিতে থাকে। তার ভাতার টাকা নিয়মিত কে উত্তোলন করেন? তার হিসেব দিতে হবে। অসন্তোষের কারণ জানতে চাইলে শ্রমিকরা জানান, এ ইউনিয়নের একটা গঠনতন্ত্র আছে। এখানে তিন বছর পর পর নিয়মিত ভোট হওয়ার কথা থাকলেও অগঠনতান্ত্রিক উপায়ে তারা ভোট না দিয়ে চেয়ার দখল করে রেখেছে। আমরা তো তাদের কাছে এ চেয়ার বিক্রয় করিনি। তারা চেয়ার ছেড়ে দিয়ে নির্বাচন করে চেয়ারে বসলে কারো কোন আপত্তি থাকবেনা। আমরা চাই ট্রাক শ্রমিক ইউনিয়নে শ্রমিকদের বাইরে কোন দালাল বাটপাড়কে এ ইউনিয়নে ঢুকতে দেয়া হবেনা। প্রয়োজনে আমরা আন্দোলনে নামব।

Check Also

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন

আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।