সাতক্ষীরা প্রাণনাথ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা

বুধবার সকাল ১০টায় ‘সনাক-টিআইবি’র সহায়তায় ‘অ্যাকটিভ সিটিজেন গ্রুপ-এসিজি কর্তৃক সাতক্ষীরা প্রাণনাথ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়েছে। এসিজি কর্তৃক ‘কমিউনিটি মনিটরিং’ ও ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ থেকে প্রাপ্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা, যেমন-ব্যবস্থাপনা কমিটি না থাকা, প্রধান শিক্ষসহ শিক্ষক নিয়োগ না হওয়া, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম থাকা; নিরাপদ পানীয়জলের অভাব; বিদ্যালয়টিতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের জন্য পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কাজে সুশাসন ও জবাবদিহিতা বৃদ্ধি করা এবং জেন্ডার ও প্রতিবন্ধী বান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক-এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্ম-আহ্বায়ক কিশোরী মোহন সরকার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সুভাষ চন্দ্র সিংহ, সুপ্রিয়া গাইন, এসিজি’র সহসমন্বয়ক সেলিনা খাতুন প্রমূখ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

Please follow and like us:

Check Also

নিঃস্ব সাতক্ষীরার হাজার হাজার মানুষ: ভূক্তভোগীরা জানতে চান, এভাবে চলবে আর কতদিন?

উপকূলের ভয়ংক্তার মে আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরা: উপকূলের ভয়ংক্তার মে। মে মাস মানেই উপকূল বাসীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।