শ্যামনগরে বিকল্প ফসল এবং সমন্বিত কৃষি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

দক্ষিণপশ্চিম উপকূলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় লিডার্স-এর ’ক্রিয়া’ প্রকল্পের অধীনে বিকল্প ফসল কৃষি এবং সমন্বিত কৃষি বিষয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে ৭১ নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা ভেন্যুতে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে গাবুরা ইউনিয়নের ’ক্রিয়া’প্রকল্পের নারী ও পুরুষ দলের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ প্রদান করছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল উদ্দীন। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়ক মো. আরিফুর রহমান, অ্যাকাউন্টস ও অ্যাডমিন অফিসার আব্দুল্লাহ আল ফারুক,  প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা ও ফিল্ড ফ্যাসিলিটেটর কে.এম. আকতার হোসেন।

উল্লেখ্য, একই প্রশিক্ষণ বুড়িগোয়ালিনী ইউনিয়নের ’ক্রিয়া’ প্রকল্পের নারী ও পুরুষ দলের ৩০ জন সদস্যও পাবেন।

Check Also

শ্যামনগরে চার মাস পর কবর থেকে গৃহবধুর লা*শ উত্তোলন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দাফনের চার মাস পর কবর থেকে রাবেয়া সুলতানা মায়া (২৩) নামের এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।