সুন্দরবন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকিপুর সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক ডক্টর আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন ফাউন্ডেশন সাতক্ষীরার পরিচালক মোঃ নাজমুল ইসলাম,সহকারী পরিচালক মতিউর রহমান এবং শ্যামনগর পৌর পরিচালক হাফেজ আমিনুর রহমান ।উক্ত অনুষ্ঠানে জেলা পর্যায়ে প্রথম, তৃতীয় ও পঞ্চম স্থান অধিকারী ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে নগদ অর্থ সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী উক্ত কুইজে অংশগ্রহণ করেন জেলার পক্ষ থেকে দশ জন শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান থেকে তিন জন শিক্ষার্থী কে পুরস্কৃত করা হয়।
Check Also
সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা
সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৫ জানুয়ারি) …