সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের উৎপাদন সেরা ৫ জন কৃষকে পুরস্কার বিতরণ

শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধিঃ ২০২৩- ২৪ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় সাতক্ষীরায় সেরা ৫জন কৃষকে পুরস্কার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির আয়োজনে সোমবার(১৩ মে) সকালে খামারবাড়ি প্রশিক্ষণ কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে ৫ জন সেরা কৃষকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বীজ উৎপাদন কেন্দ্রর উপ-পরিচালক মনোয়ার হোসেন বকুল।
এসময় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে সহ আরো অনেকে ।
এ সময় তেল জাতীয় ফসলের উৎপাদনের সেরা ৫ জনের প্রথম  মনোনীত হয়ে  পুরস্কার গ্রহণ করেন  কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো: রফিকুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন   কলারোয়ার আলী হোসেন এবং তৃতীয় সেরা কৃষক হিসেবে পুরস্কার গ্রহণ করেন  ৩ জন। তারা হলেন তালা উপজেলার তেতুলিয়ার মো: আতিয়ার মাহমুদ, দেবহাটা উপজেলার কুলিয়ার মোঃ আব্দুস সামাদ ও তালা উপজেলার খেশরার শেফালী বিবি।

Check Also

আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।