গাজা উপত্যকার নুসেইরাত ক্যাম্পের একটি বসত বাড়িতে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে সোমবার দিবাগত রাত জুড়ে ওই অঞ্চলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে শিশুসহ ১৪ বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ঘটনায় বেশকয়েকজন আহত হয়েছেন বলেও খবর দিয়েছে ওয়াফা। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৫ হাজার ৯১ জনে পৌঁছেছে। হামলায় অন্তত ৭৮ হাজার ৮২৭ জন আহত হয়েছেন বলেও মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে।
ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৫৭ জন নিহত এবং আরও ৮২ জন আহত হয়েছেন উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, অনেক লোক এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।