সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কনফারেন্স রুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জীবনে সফলতার জন্য সততার কোন বিকল্প নেই। যিনি চোর বা ডাকাত তিনিও চান না তার সন্তান খারাপ হোক। যে খারাপ ব্যক্তি তিনিও মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন তার সন্তান তার মত খারাপ না হয়। তিনি আরো বলেন, কোন ধর্মেই খারাপ কাজকে উৎসাহী করা হয় না। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে সবাই আপনার সন্তান। আমরা যে সমাজে বসবাস করি আমাদের সন্তানদের আরো ভালো ভবিষ্যৎ করার জন্য কাজ করি। আমাদের সময়ে শিক্ষাজীবনে যে সব শিক্ষকরা বেত্রাঘাত করেছিল আমরা এখনো সেই সব শিক্ষকদের মন থেকে সম্মান করি ও পায়ে হাত দিয়ে সালাম করি। বর্তমান সময়ে শিক্ষকরা বন্ধুর মতো হলেও সে সম্মান পায়না। শিক্ষকরাই হলো ভালো মানুষ তৈরির কারিগর। লেখা-পড়ার পাশা পাশি সততা ও নৈতিকতা শেখাতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান কবীর।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, ডি.বি গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. শহিদুল ইসলাম, আয়েন উদ্দিন মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মো. রুহুল আমিন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারি পরিচালক মো. রুবেল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মুর্শিদা আক্তার, ডা. রফিকুল ইসলাম, সদস্য নাজমুল আরিফ, আব্দুল ওহাব আজাদ, এ্যাড. মনির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদদ সাকিবুর রহমান, ডিবি গালস্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ভাড়–খালী মাধ্যিিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিীকুর রহমান, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, আশাশুনি গালস হাইস্কুলে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণবন্ধু ঘোষ, সাতক্ষীরা টাউন গালস হাইস্কুলের ভারপ্র্াপ্ত প্রধান শিক্ষক উজ্বল কুমার কান্তি প্রমুখ। সততা স্টোরের অনুকূলে সাতক্ষীরা সদর উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়। এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও পল্লী চেতনার নির্বাহী পরিচালক আনিসুর রহমান।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।