ইসরাইলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিল মার্কিন প্রতিনিধি পরিষদ

ইসরাইলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। রিপাবলিকান নেতৃত্বাধীন এই পরিষদে বৃহস্পতিবার এ বিষয়ক একটি প্রস্তাব পাশ হয়েছে। দ্য ইসরাইল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট অ্যাক্ট নামক বিলটি ২২৪/১৮৭ ভোটে অনুমোদিত হয়েছে।

ভোটের সময় অধিকাংশ রিপাবলিকানের সঙ্গে হ্যাঁ ভোট দিয়েছেন ১৬ ডেমোক্র্যাট এবং এই প্রস্তাবের বিরোধিতাকারী বেশির ভাগ ডেমোক্র্যাটের সঙ্গে না ভোট দিয়েছেন তিন রিপাবলিকান। এই বিলটি আইনে পরিণত হবে এমন কোনো প্রত্যাশা নেই। তবে এটি ইসরাইলের জন্য মার্কিন নীতির ওপর গুরুত্বারোপ করেছে।

এই বিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরাইলে অস্ত্রের চালান পাঠাতে বাধ্য করবে। ভোটের আগে, ইসরাইলে বোমার চালান বিলম্বিত করার জন্য বাইডেনকে তিরস্কার করেছে হাউজ। কেননা, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার উদ্বেগে রাফাহ শহরে বড় ধরনের হামলা না করার বিষয়ে ইসরাইলকে সতর্ক করেছিলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।