সাতক্ষীরার তিন উপজেলাতে ভোটগ্রহণ শুরু: অলস পড়ে আছে কেন্দ্র গুলো

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

এ দফায় সাতক্ষীরার দেবহাটা, আশাশুনি ও তালা উপজেলায় নির্বাচন হচ্ছে। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ি, তিনটি উপজেলায় চেয়ারম্যান
পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর দ্বিতীয় ধাপের নির্বাচনে দেবহাটা উপজেলা থেকে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন
করে প্রার্থী। এরমধ্যে দেবহাটা উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ১১ হাজার ৫২৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ ও মহিলা ভোটার রয়েছে ৫৫ হাজার
৪৭১ জন। আর হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছে একজন।

এদিকে, আশাশুনি উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ৩৯ হাজার ২১০ জন। এর মধ্যে পুুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৯৭৯, নারী ভোটার রয়েছে ১ লাখ ১৭
হাজার ২৩০ ও হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছে একজন। এই উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস
চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে, তালা উপজেলা পরিষদের তিনটি পদে লড়ছেন ১৫ প্রার্থী। এখানে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস
চেয়ারম্যান পদে জন। এরমধ্যে তালা উপজেলার ১২টি ইউনিয়নে ভোটার রয়েছে

২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন। এতে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার রয়েছে ১ লাখ ৩২ হাজার ৫২ ও হিজড়া সম্প্রদায়ের একজন।

 

Please follow and like us:

Check Also

নিরাপত্তা নিয়ে উদ্বেগ, বাংলাদেশিদের মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতা দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আরও একবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০শে জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।