৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে সাতক্ষীরার তিনটি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলাগুলো হলো-তালা, আশাশুনি ও দেবহাটা। ভোটগ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন স্ব-স্ব এলাকার রিটার্নিং অফিসার। এতে তালা উপজেলায় ঘোষ সনৎ কুমার, আশাশুনিতে এবিএম মোস্তাকিম ও দেবহাটায় আল ফেরদাউস আলফা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
র্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মাসরুবা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহমুদ হোসেন, উপজেলা প্রকল্প অফিসার শফিউল বশার, উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী প্রমুখ। এদিকে নির্বাচিত প্রার্থীদের জয়ের খবর পেয়ে আনন্দ মিছিল বের করে।