আশাশুনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন এবিএম মোস্তাকিম

চতুর্থ মেয়াদে সাতক্ষীরার আশাশুনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এবিএম মোস্তাকিম।

সোমবার (২১ মে) দ্বিতীয় ধাপে সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অংশগ্রহণকারী চারজন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, উপজেলা আ. লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম ও খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম।

বর্তমান চেয়ারম্যান এবিএম মোস্তাকিম চিংড়ি মাছ প্রতীকে ৫১ হাজার ৬৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এস এম শাহনেওয়াজ ডালিম ঘোড়া প্রতীকে ৫০ হাজার ৭০৭ভোট পেয়েছেন।
এছাড়া অপর দুই প্রার্থী আলহাজ গাউসুল হোসেন রাজ (দোয়াত-কলম) প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৩০ ভোট। আনারস প্রতীকের প্রার্থী অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু পেয়েছেন ২ হাজার ৮৩৪ ভোট।

Check Also

আশাশুনির নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ চরম দুর্ভোগে

সাতক্ষীরার আশাশুনির বিছট গ্রামের বেড়িবাঁধ ভাঙ্গন পরর্বতী দূর্গত এলাকার জনগণের ভাগ্য উন্নয়নে করণীয় বিষয়ে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।