আব্দুস ছাত্তার, কালিগঞ্জ সাতক্ষীরা, প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌতলার পুরাতন বাজারের শাহাজান আলীর পুত্র। এঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, বুধবার (২২ মে-২৪) বেলা সাড়ে ১২ টায় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। ইসমাইল হোসেন মথুরেশপুর ইউনিয়নের রায়পুর মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। ইতিমধ্যে পবিত্র কুরআন শরীফের তিনপারা হেফজ সম্পন্ন করেছে। দুই ভাই দুই বোনের মধ্যে সে সকলের ছোট। তার পিতা স্টেশনারির ব্যবসা করেন। অকালে ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …