হুসাইন বিন আফতাব, বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ইউনিট সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় অডিটোরিয়ামে দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহা. মাহবুবুল আলম, জেলা শুরা সদস্য সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
জামায়াত নেতা মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ইউনিট দায়িত্বশীলদের নৈতিক গুনাবলী ও সামাজিক দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর দিনগুলোতে সর্বক্ষেত্রে ভুমিকা রাখতে হবে।
উক্ত অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আবদুর রহমান । এছাড়া উক্ত শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ অহিদুজ্জামান, মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, শহিদুল ইসলাম, সাইদি হাসান, প্রভাষক মহসিন আলম, প্রভাষক আব্দুল হামিদ প্রমুখ।
উক্ত শিক্ষা শিবিরে শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিটের সভাপতি অংশ নেন।