মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে সিএনআরএস-সিডা-বিফোআরএল প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-২০২৪ পালিত হয়েছে।
বুধবার (২২ মে) বিকাল সাড়ে ৪টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নে দাতিনাখালী গ্রামে আদিবাসী মুন্ডা কমিউনিটির নারীদের অংশগ্রহণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সুইডিশ দূতাবাসের অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)এর বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের উদ্যোগে দাতিনাখালী গ্রাম থেকে র্যালি শুরু করে নদী ভাঙন কবলিত বাঁধ এলাকা পরিদর্শন করে আবার গ্রামে গিয়ে শেষ হয়। এসময় প্রতিমা রানী মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, গাজী আল ইমরান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …