এস,এম মোস্তাফিজুর রহমান (আশাশুনি) সাতক্ষীরা।।
আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ দীর্ঘ ফাটলের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মনে শঙ্কা বিরাজ করছে।
বিছট গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া খোলপেটুয়া নদীর ভাঙনের শিকার এখানকার পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ। গ্রামের বড় একটি অংশ ইতিপূর্বে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানবার বেড়ী বাঁধে প্রতি বছর ভাঙ্গন লেগে থাকে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষায় কাজ করে আসছে। ভাঙন প্রতিরোধ ডাম্পিং এর কাজ করে গ্রামকে রক্ষার কাজ ইতিপূর্বে করা হয়েছে। কিন্তু বাঁধের কাছ দিয়ে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ করে দীর্ঘ ফাটল সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে ভাঙ্গন রক্ষায় উদ্যোগ গ্রহণ না করলে বড় ধরনের বিপদের শঙ্কা করছে এলাকাবাসী।
সংবাদ পেয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও মমিনুল হক ঘটনাস্থলে বৃহস্পতিবার ছুটে আসেন। ফাটলের ধরণ পর্যবেক্ষণ করে তিনি উর্দ্ধতন কতৃপক্ষের মাধ্যমে দ্রুত ভাঙন প্রতিরোধে ডাম্পিং এর কাজের আশ্বাস প্রদান করেন। #
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …