আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ উদ্বোধন

এস,এম মোস্তাফিজুর রহমান (আশাশুনি) সাতক্ষীরা।
আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে তিন দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৯টায় আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

৪০ জন নারী ও পুরুষ স্বেচ্ছাসেবকের অংশ গ্রহণে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান। আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোঃ বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।