আশাশুনিতে মহানবী(সাঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদ সমাবেশ পুলিশের হস্তক্ষেপে বন্ধ।। ২ কটুক্তকারী গ্রেফতার

এস, এম মোস্তাফিজুর রহমান (আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নামে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনের আগেই কটুক্তি কারীদের গ্রেফতার করেছে থানা পুলিশ। কটুক্তির প্রতিবাদে শুক্রবার (২৪ মে) বিকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার জনগণের মানববন্ধনের প্রস্তুতিকালে পুলিশ উপস্থিত হয়ে মানববন্ধনের প্রয়োজনীয়তা না থাকায় বন্ধের আহবান জানালে জনতা মানববন্ধন বন্ধ ঘোষণা করেন। এসময় উত্তেজিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আকাশ হোসেন, সাতক্ষীরা সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, পুলিশ পনিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ শাহিন আলম। বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ( সাঃ) সম্পর্কে কটুক্তির ব্যাপারে আপনাদের মনের অবস্থা সম্পর্কে আমরাও উপলব্ধি করতে পারছি। আপনারা যার জন্য মানববন্ধন করবেন তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি। তাদেরকে আইনের আওতায় সোপর্ধ করা হবে। আপনারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। এসময় সমবেত প্রতিবাদী জনতা তাদের কর্মসূচি পরিহার করে স্বস্ব বাড়িতে চলে যায়।
পুলিশ এর আগে অভিযান চালিয়ে কটুক্তির অভিযোগে মিত্র তেতুলিয়া গ্রামের মন্টু অধিকারী ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার তাপসী রানী অধিকারীর ছেলে রাকেশ অধিকারী (২৩) ও তার ছোট ভাই রাহুল অধিকারী (১৮) কে গ্রেফতার করেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।