সাইদুর রহমান,আটুলিয়া প্রতিনিধ: শ্যামনগর উপজেলার আটুলিয়ার নওয়াবেঁকীতে ডাম্পার ট্রাকের ধাক্কায় পলাশ আউলিয়া (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।২৫ মে শনিবার সকাল ৯ টায় মেসার্স জামাল ব্রিকস সামনে এই দুর্ঘটনা ঘটে। পলাশ আউলিয়া মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলে খালি গ্রামের ভোলানাথের ছেলে ও নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা ঘাতক ডাম্পার ট্রাকটি আটক করেছে।নিহতের সহপাঠী সাদিক হোসেন জানান তারা দুই বন্ধু বাড়ি থেকে মটর সাইকেলযোগে কলেজে যাচ্ছিল। বড়কুপোট এলাকায় পৌছানোর পর জামান ব্রিকস নামীয় প্রতিষ্ঠান থেকে দ্রুতগতিতে ডাম্পার ট্রাকটি মুল সড়কে উঠার চেষ্টা করে। এসময় ডাম্পা ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেলসহ তারা রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পলাশ আউলিয়া কে মৃত্যু ঘোষণা করে।
তার অকাল মৃত্যুতে তার সহপাঠী শিক্ষক এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।