আশাশুনির প্রতাপনগর ও আনুলিয়া ভেড়িবাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক হুমায়ুন কবির

  1. আশাশুনির প্রতাপনগর ও আনুলিয়া ভেড়িবাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক হুমায়ুন কবির

এস,এম মোস্তাফিজুর রহমান (আশাশুনি) সাতক্ষীরা।।
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া লঞ্চ টার্মিনাল সংলগ্ন কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ও আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। মঙ্গলবার (২৮শে মে) তিনি উক্ত পরিদর্শন করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, এসডিই রাশিদুল ইসলাম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস গাজী,পিআইও সোহাগ খান,এসও মমিনুল হক,সাংবাদিক তৌষিকী কাইফু সহ প্রমুখ।সবশেষে তিনি চাকলায় ঘূর্ণিঝড়ের রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Please follow and like us:

Check Also

গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে সাতক্ষীরায় ‘শহীদী মার্চ’  পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ পালিত হয়েছে সাতক্ষীরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে শহীদী মার্চের কর্মসূচি পালন করে। সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘‘শহীদ শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।