সাতক্ষীরার কালিগঞ্জে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে হাসিনা খাতুন (৪২) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ মে) উপজেলার ভাড়াশিমলার কুকোডাঙ্গা মোড় এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে কালিগঞ্জ থানার পুলিশ। নিহত নারী ভাড়াশিমলা গ্রামের মরহুম আব্দুল খালেকের মেয়ে।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হয় হাসিনার। সে সময় থেকে হাসিনা খাতুন একমাত্র মেয়েকে নিয়ে ভাড়াশিমলা গ্রামে পিতার বাড়িতে বসবাস করতেন। মেয়ের বিয়ে হওয়ার পর একপর্যায়ে  হাসিনা খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বুধবার সকালে হাসিনা খাতুনের ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ রায় জানান, বুধবার বেলা ১১ টার দিকে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা হাসিনা খাতুনের শয়ন কক্ষ থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।