দেশের ৮৭টি উপজেলা পরিষদের ন্যায় সাতক্ষীরার সদরে নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। জামায়াত অধ্যুশিত এই আসনটিতে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম। কয়েকটি কেন্দ্রে দুই ঘণ্টার মধ্যে একটিও ভোট পড়েনি। এবার নির্বাচনে সাতক্ষীরা সদরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখা সভাপতি, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আনারস প্রতীকের প্রার্থী প্রভাষক সুশান্ত কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য মোটরসাইকেল প্রতীকের এসএম শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের নেতা চিংড়ি মাছ প্রতীকের গোলাম মোর্শেদ, ঘোড়া প্রতীকের প্রার্থী অ্যাড. তামিম আহমেদ এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান।
উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৪ লাখ ৬ হাজার ১৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৭ জন ও নারী ভোটার রয়েছেন ২লাখ ৩ হাজার ৭১৩ জন এবং হিজড়া ৩ জন। এছাড়া কলারোয়া উপজেলায় ২ লাখ ১২ হাজার ৪২৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৮৪৪ জন ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৫৮২ জন এবং হিজড়া এক জন।
আমাদের প্রতিনিধি এমডি হাসান জানিয়েছেন , কেন্দ্রের নাম: আগরদাড়ী মহিলা মাদ্রাসা
মোট ভোটার: ২৪২৮
পুরুষ :
মহিলা :
ভোট প্রদান: ৪০
সময়ঃ ১০:০০
কেন্দ্রের নাম:আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা
মোট ভোটার:৩০৮১
পুরুষ :
মহিলা :
ভোট প্রদান:৩০
সময়ঃ১০:০০