সাতক্ষীরা সদরে মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ ঘণ্টায় ৬৮ ভোট পড়েছে,

ক্রাইমবাতা ডেস্করিপোট: দেশের ৮৭টি উপজেলা পরিষদের ন্যায় সাতক্ষীরার সদরে নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।  জামায়াত অধ্যুশিত এই আসনটিতে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম। কয়েকটি কেন্দ্রে দুই ঘণ্টার মধ্যে একটিও ভোট পড়েনি।   এবার নির্বাচনে সাতক্ষীরা সদরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখা সভাপতি, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আনারস প্রতীকের প্রার্থী প্রভাষক সুশান্ত কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য মোটরসাইকেল প্রতীকের এসএম শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের নেতা চিংড়ি মাছ প্রতীকের গোলাম মোর্শেদ, ঘোড়া প্রতীকের প্রার্থী অ্যাড. তামিম আহমেদ এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান।

এদিকে, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী বিএনপির ঘরনার শামস্ ইসতিয়াক শোভন ও আওয়ামী লীগের কোহিনুর ইসলাম নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আতিকুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার ১৪০ টি কেন্দ্রে ও কলারোয় উপজেলায় ৭৮টি কেন্দ্রে এই ভোট গ্রহন চলছে। ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন এস.আইয়ের নেতৃত্বে ২ জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৫ জন আনসার সদস্য নিয়োজিত আছে। এছাড়া সাতক্ষীরা সদরে ১৫ জন ও কলারোয়া উপজেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত আছেন। এছাড়া সংরক্ষিত অোছেন ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ২ প্লাটুন বিজিবি সদস্য ও ২ প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৪ লাখ ৬ হাজার ১৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৭ জন ও নারী ভোটার রয়েছেন ২লাখ ৩ হাজার ৭১৩ জন এবং হিজড়া ৩ জন। এছাড়া কলারোয়া উপজেলায় ২ লাখ ১২ হাজার ৪২৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৮৪৪ জন ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৫৮২ জন এবং হিজড়া এক জন।

আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলী মুন্সি জানিয়েছেন , কেন্দ্রের নাম: ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মোট ভোটার:১৪৫৯
পুরুষ :৭৮৪
মহিলা :৬৭৫
ভোট প্রদান:২৫
সময় : ৮:৫৫

কেন্দ্রের নাম: মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মোট ভোটার: ১৮১২
পুরুষ :৯৫৪
মহিলা :৮৫৮
ভোট প্রদান: ৬৮
সময় : ৯:৪০

কলারোয়ার:কেন্দ্রের নাম:সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মোট ভোটার:৩২০৭
পুরুষ :১৫৮৭
মহিলা :১৬২০
ভোট প্রদান:
সময় :৯:৪০

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।