শ্যামনগরে বাঘের নখসহ চিকিৎসক আটক

শ্যামনগর (সদর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাঘের নখসহ ডা. শরিফ নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বনকর্মীরা তাকে আটক করে। এসময় তাকে তল্লাশী করে ০২টি বাঘের নখ জব্দ করে বনকর্মীরা। তিনি শ্রীফলকাটি গ্রামে মোকাদ্দেস মোল্যার ছেলে।


সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ২টি বাঘের নখসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ অব্যহত আছে তিনি জানান।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।