মোস্তাকীম হোসাইন, ধুলিহর : আজ সাতক্ষীরা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন -২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়ছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির জেলা প্রশাসক, সাতক্ষীরা। অতিথি হিসেবে আরো উপস্থিত হয়েছেন ডাক্তার মোঃ আব্দুস সালাম সিভিল সার্জন সাতক্ষীরা,মোঃ মতিউর রহমান সিদ্দিকী পুলিশ সুপার সাতক্ষীরা।উপস্থিত কিছু শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল তুলে দেওয়ার মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দরা এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।জানা গেছে যে,দিনব্যাপী এ কর্মসূচিতে ৬-৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তবে শিশুদের এটি খালি পেটে খাওয়ানো যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …